আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ৷৷ গত ২৫ বছর ধরে রাজ্যের ক্ষমতায় থেকে বামফ্রন্ট সরকার অনেক উন্নয়ন কাজকর্ম করেছে। তবে এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাই ভবিষ্যতে ক্ষমতায় এসে সেসব কাজ করতে চায় বামফ্রন্ট সরকার। শনিবার আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সি পি আই (এম)-র রাজ্য সম্পাদক বিজন ধর। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে এবার অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হবে। মানুষ বামফ্রন্টকেই ভোট দেবে। তিনি বলেন, মানুষ দলকে ভালোবাসে। তাই আগামীতেও রাজ্যে দলকে ক্ষমতায় আনবে সাধারণ মানুষ।
আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী।