আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ৷৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিধায়ক তথা ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মা। রবিবার সন্ধ্যায় উনার নির্বাচন কেন্দ্রে প্রচার চালাবার সময় হৃদরোগে আক্রান্ত হয় তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে জিবি হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি তাঁকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দু মেয়ে, এক ছেলে রেখে গেছেন। ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার প্রয়াণের ফলে এই বিধানসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে গেল। আগামী ১৮ ফেব্রুয়ারী ৫৯টি আসনে ত্রিপুরা বিধানসভার নির্বাচন হবে।
সি পি আই (এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার আকষ্মিক মৃত্যুতে সি পি আই (এম) রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মরদেহ সি পি আই (এম) রাজ্য দপ্তরে আনা হলে পলিটব্যুরোর সদস্য তথা মূখ্যমন্ত্রী মানিক সরকার, পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত, সুভাসিনী আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন সেন, গৌতম দাশ, সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, রাজ্য সম্পাদকমন্ডলী আমন্ত্রীত সদস্য জীতেন্দ্র চৌধুরী, সুব্রত চক্রবর্তী এবং রাজ্য স্তরের বিভিন্ন সদস্য ও দলীয় কর্মীরা পুস্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।