আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী ৷৷ বিধানসভা নির্বাচনের প্রচারে একদিনের রাজ্য সফরে এলেন বিখ্যাত অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। সোমবার সকালের বিমানে রাজ্যে আসেন তিনি। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি ত্রিপুরা প্রভারী সুনীল দেওধর। এদিন তিনি ধনপুরের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে রোড শো করেন এবং কাঁঠালিয়া স্কুল মাঠে একটি জনসভাতে অংশ নেন। সেখান থেকে তিনি নলছর ও কাকড়াবনে অনুষ্ঠিত ২টি জনসভায় বক্তব্য রাখেন। এদিনই সন্ধ্যার বিমানে রাজ্য ত্যাগ করেন তিনি।