নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ।। রাজ্যবাসীর সমস্যা এবং মামলার সমাধান করতে এবার থেকে ভ্রাম্যমাণ আদালত ঘুরবে রাজ্যে। আইনি সেবা এইড প্রকল্পের অধীনে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা ভ্রাম্যমাণ আদালত চালু করে। একটি গাড়ির মূল্য ২৪ লক্ষ টাকা। ত্রিপুরা লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, গাড়িটি এমন একটি উপায় ডিজাইন করা হয়েছে যে বিচারক আদালতের মামলা শুনতে এবং মীমাংসা করতে সক্ষম হবে। গাড়ির উভয় পক্ষের আইনজীবী ও কর্মকর্তাদের জন্য বসার ব্যবস্থা আছে। তারা আরও জানান, আদালত গার্হস্থ্য বিষয়ক সহ বিভিন্ন প্রকৃতির মুলতুবি এবং বিভিন্ন মামলার সমাধান করার জন্য গ্রামাঞ্চলে “লোকসভা আদালত” রাখা যাবে।