আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী ৷৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প সঠিক ভাবে রাজ্যে বাস্তবায়ন করছে না রাজ্যের বামফ্রন্ট সরকার। মঙ্গলবার সকালে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এমনটাই অভিযোগ করেন রাজ্য সফরে আসা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, রাজ্যের গরিবদের জন্য মূখ্যমন্ত্রী মানিক সরকার কিছুই করেনি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, পানীয় জল সহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করেননি। তিনি অভিযোগ করে বলেন, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে রাজনিতীকরণ করা হয়েছে। তিনি বলেন, রাজ্যের কর্মচারীদের জন্যও কিছুই করেনি বামফ্রন্ট সরকার।
এদিনের সাংবাদিক সন্মেলনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, মুখপাত্র ডাঃ অশোক সিনহা প্রমুখ। এদিন তিনি গোমতী জেলার উদয়পুর মাতাবাড়িতে পূজো দেন। পূজো শেষে মাতাবাড়ি, সাব্রুম এবং পাবিয়াছড়াতে ৩টি জনসভাতে অংশ নেন তিনি।