আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী ৷৷ ভালোবাসার তরে উৎসর্গীকৃত আজকের দিনে সর্বত্রই অনুরাগের ছোঁয়ায় কোথাও বন্ধন চিরজীবনের বন্ধুত্বের অঙ্গীকারে রুপ নিয়েছে আবার কোথাও দুই মেরুর দুই হৃদয় এক হয়ে ভালোবাসার গোলাপ প্রস্ফুটিত হয়েছে। বন্ধুর ভাষায় কাছের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে যার জন্য প্রতীক্ষা মন প্রাণ সমর্পণ – এবার সত্যিই সেই স্বপ্নের মানুষটি ভ্যালেন্টাইন্স ডে’তে হাতে লাল গোলাপ উপহার দিয়ে বলছে ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে’।
গোটা পৃথিবীতে কান পাতলেই শোনা গেছে শুধু ভালোবাসার স্বপ্নে বিভোর দুই প্রানের ভবিষ্যতের পথ পাড়ির কাহিনী। ভ্যালেন্টাইন্স ডে’তে দেখা গেছে জোড়ায় জোড়ায় কপোত কপোতী পার্কে বসে রঙ্গীন স্বপ্নের কথায় মত্ত, কোথাও হাতে হাত রেখে পদব্রজ। আজকের দিনে একখানা লাল গোলাপ যোগার করা অত্যন্ত কঠিন তার মধ্যেই স্বপ্নের নায়ক লাল গোলাপ তুলে দিচ্ছে স্বপ্নের নায়িকার হাতে – দু’জনের মুখে হাসির দৃশ্য ধারন করতে চিত্র সাংবাদিকরা হন্যে হয়ে ঘুরেছেন শহর জুড়ে। একদিন নয় পৃথিবীর পটভূমিতে এ মুহূর্তে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সব মানুষের মধ্যে তবেই স্বার্থক হবে ভ্যালেন্টাইন্স ডে।