বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিন ত্রিপুরায় এক ঐতিহাসিক জনসভা করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত স্বাধীনতার পর এই প্রথম শান্তির বাজারে প্রধান মন্ত্রীর আগমন। পূর্বে কোনো প্রধানমন্ত্রী শান্তির বাজারে পদার্পণ করেননি। বৃহস্পতিবার শান্তির বাজারে প্রথম প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লোক সমাগম ছিল লক্ষ্যনীয়। লক্ষাধিক লোক জমায়েতে অংশগ্রহন করেন। জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হবার পর প্রথমে সকলকে কাজের নেয্যমূল্য দেবে যাতে করে সারাদিন কাজের শেষে কাউকে ঠকতে না হয়। তিনি এও বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর সরকারী কর্মীচারীদের সপ্তম পে কমিশন দেবে। তিনি এও জানান, দিল্লীতে কংগ্রেস ও সি পি আই (এম)-র দোস্তি ও ত্রিপুরায় কুস্তির অভিনয় করে জাচ্ছেন। ত্রিপুরায় কংগ্রেস ও সি পি আই (এম)-র মধ্যে পর্দার আড়ালে মিত্রতা রয়েছে। প্রধানমন্ত্রী আজকের জনসমাগম দেখে সকলকে জানানদেন আগামী নির্বাচনে ত্রিপুরা থেকে সি পি আই (এম)কে উচ্ছেদ করার জন্য। গত ৮ তারিখ শান্তির বাজারে উপস্থিত হতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেন তিনি বলেন শান্তির বাজারের লোকজনদের মায়ামতায় আবদ্ধ হয়ে তিনি এসেছেন।