আদালতে তিন খান !

Untitled-10নয়াদিল্লি, ২৮ নভেম্বর ।। অবশেষে,সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী হতে চলেছে তামাম ভারত। বলিউডের তিন খান সালমান খান, শাহরুখ খান এবং আমির খানকে এবার দেখা যাবে এক মঞ্চে। সৌজন্যে রজত শর্মার ‘আপ কি আদালত’।
তিন খানের ঠোকাঠুকির খবরেই এতদিন সরগরম থাকর বি টাউন। কিন্তু হঠাৎ করেই সালমানের বোন অর্পিতার বিয়ের আগে থেকে উল্টো দিকে ঘুরতে শুরু করল চাকাটা।
সল্লু মিঞার বোন অর্পিতার প্রিওয়েডিং সেরেমনিতে শাহরুখ-সালমানের পূনর্মিলনের পর নাকি ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মেরেছেন রুপালী পর্দার এই তিন মহারথী। কিন্তু তা সত্ত্বেও এক স্ক্রিনে তিনজনকে এখনও পর্যন্ত কেউই ধরতে পারেননি।
সেই মিরাকেলটা করে ফেললেন রজত শর্মা। অসম্ভবকে সম্ভব করে ছোটপর্দায় তার বিখ্যাত চ্যাট শো-এ একসঙ্গে মুখ দেখাতে এই তিনজনকে রাজি করিয়ে ফেললেন রজত।
আগামী ২ ডিসেম্বর নতুন দিল্লির প্রগতি ময়দানে ‘আপ কি আদালত’-এর ২১ বছর পূর্তি উপলক্ষে এক পোডিয়াম ভাগ করে নেবেন তিন খান। রেয়ারেস্ট অফ রেয়ার এই মুহূর্তের প্রতীক্ষায় এখন প্রহর গুনছে তিন খানের ভক্তরা।
এছাড়াও একই মঞ্চে উপস্থিত থাকবেন রণবীর কাপুর, দীপিকা পড়ুকোন, প্রিয়াঙ্কা চোপরা, সোনাক্ষী সিনহার মত তারকারা। কিন্তু তিন খান যখন এক সঙ্গে এক মঞ্চে, তখন স্পট লাইট যে তাদের উপর পড়বে সে কথা বোধহয় বলাই বাহুল্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*