খোয়াই মহকুমায় স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র ১৯টি

khwগোপাল সিং, খোয়াই, ১৭ ফেব্রুয়ারী ৷৷ খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা রওয়ানা দিলেন নিজ নিজ ভোটগ্রহন কেন্দ্র গুলিতে। শনিবার সকাল থেকেই খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের বাইরে এসে জড়ো হতে থাকেন ভোটকর্মীরা। বেলা ১২টার পর থেকে নিজ নিজ ভোটগ্রহন কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিতে থাকেন ভোটকর্মীরা। খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের ২৪-রামচন্দ্রঘাটে ৪৬টি ভোট গ্রহণ কেন্দ্র, ২৫-খোয়াই কেন্দ্রে ৫২টি ভোট গ্রহণ কেন্দ্র এবং ২৬-আশারামবাড়ি কেন্দ্রে ৪৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। সব ভোট গ্রহণ কেন্দ্রেই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। সমস্ত খোয়াই জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। জানা গেছে, খোয়াই মহকুমায় ১৯টি ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর। স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে সি সি ক্যামেরা সহ ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*