নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই/(NUT) : দীর্ঘ প্রতিক্ষার পর আগামীকাল গণদূত হত্যাকাণ্ডের মাষ্টার মাইন্ড সুশীল চৌধুরীর সাজা ঘোষনা করবে আদালত। ফাঁসি না যাবজ্জীবন সাজা হবে তা নিয়ে জনমনে চলছে জল্পনা কল্পনা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৯শে মে রাজধানীর প্রাণকেন্দ্রে ক্যাপিটেল কমপ্লেক্স’র পাশে দিন দুপুরে গণদূত পত্রিকা অফিসের ভেতর গণদূত পত্রিকার ম্যানেজার রঞ্জিত চৌধুরী, গ্রুফ রিডার সুজিত ভট্টাচার্য ও ড্রাইভার বলরাম ঘোষ খুন হয়েছিল। এই ত্রয়ী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ প্রথমে মৃত বলরামের স্ত্রী নিয়তী ঘোষকে আটক করলেও নিয়তী ঘোষের তথ্যের উপর ভিত্তি করে পুলিশ ঘটনার এক সপ্তাহ পর গণদূত পত্রিকার মালিক তথা সম্পাদক সুশীল চৌধুরীকে গ্রেপ্তার করে। অনেক তদন্তের পর পুলিশ এই খুনে সুশীল চৌধুরীকেই মূল অভিযুক্ত বলে চিহ্নিত করে।
অবশেষে সোমবার (১৪ তারিখ) আদালত দোষী সাব্যস্ত করল গণদূত ত্রয়ী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশীল চৌধুরীকে। আগামী ১৭ জুলাই মাষ্টার মাইন্ড সুশীল চৌধুরীর সাজা ঘোষনা করবে আদালত।
গণদূত ত্রয়ী হত্যাকাণ্ডের মাষ্টার মাইন্ড সুশীল চৌধুরীকে ভারতীয় দন্ডবিধির ১২০(বি), ১০৯, ৩৪, ৩০২, ১১১, ১১৩ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
অপরদিকে সোমবার (১৪ তারিখ) গণদূত ত্রয়ী হত্যাকাণ্ডের রাজসাক্ষী নিয়তি ঘোষকে বেকসুর খালাস করেন আদালত।
[ফাইল ছবি]