আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী ৷৷ আরও এক ভোটের দামামা বাজলো রাজ্যে। ভোটের ফলাফলের আগেই রাজ্যে ৬টি বুথে পুনরায় নির্বাচন হতে চলেছে। আগামী ২৬শে ফেব্রুয়ারী, ২০১৮ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের ৬টি বুথে পুনরায় নির্বাচন করা হবে। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যনির্বাচন আধিকারিককে নির্দেশিকা পাঠিয়েছেন। এই ভোট গ্রহণ কেন্দ্রগুলি হলো ২২-সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ২৬-রাজঘাট উচ্চ বুনিয়াদী বিদ্যালয় (উত্তরাংশ), ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮-তেলকাজলা এইচ এস স্কুল (এন / ডব্লিউ), ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪৫-বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্রের ৪৮-লুধুয়া হাই স্কুল (পূর্বাংশ), ৪১-অম্পিনগর (এস টি) বিধানসভা কেন্দ্রের ৩৭-মান্দাইবাড়ি এস বি স্কুল এবং ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ৯-পেয়ারাছড়া টি এস্টেট হাই স্কুল। এই বুথগুলিতে বেশ কিছু অসংগতি থাকার কারণে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত বলে জানা গেছে। এই পুনরায় নির্বাচন ৬টি বুথে হবে। আগামী ২৬শে ফেব্রুয়ারী, ২০১৮ এই ৬টি বুথে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।