আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ৷৷ ফের যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের। রবিবার দুপুরে এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে রাধানগর খোয়াই সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেফুঙ্গা থানার পুলিশ। উদ্ধার করে জিবি হাসপাতালে নেওয়া হয় ঘটনাস্থলে নিহত দুই যুবক ও গুরুতর আহত এক যুবককে। যদিও চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যু হয় তৃতীয় জনের। ঘটনার পর অভিযুক্ত লরি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। স্থানীয় সুত্রে খবর, লেম্বুছড়ার দিক থেকে মোহনপুরের উদ্দেশ্যে যাওয়া TR-01G-1889 নম্বরের একটি বালু বোঝাই ক্যান্টার ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা TR-02F-0231 নম্বরের একটি মারুতি আল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু দুই যুবকের। এতে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে সন্ধ্যা পর্যন্ত আহত নিহতদের পরিচয় জানা যায়নি।