আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ৷৷ ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের ৬টি বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণ কেন্দ্রগুলি হলো ২২-সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ২৬-রাজঘাট উচ্চ বুনিয়াদী বিদ্যালয় (উত্তরাংশ), ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮-তেলকাজলা এইচ এস স্কুল (এন / ডব্লিউ), ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪৫-বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্রের ৪৮-লুধুয়া হাই স্কুল (পূর্বাংশ), ৪১-অম্পিনগর (এস টি) বিধানসভা কেন্দ্রের ৩৭-মান্দাইবাড়ি এস বি স্কুল এবং ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ৯-পেয়ারাছড়া টি এস্টেট হাই স্কুল। এই ৬টি বুথে পুনরায় নির্বাচনকে কেন্দ্র করে রবিবারই সবকটি বুথ কেন্দ্রে পৌঁছে গেছেন ভোটকর্মীরা। নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর কড়া ব্যবস্থা করা হয়েছে।