দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ নভেম্বর ।। পালাটানার টানে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের যাত্রা শুরুর শুভ সংকেত অর্থাৎ উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। পালাটানা থেকে প্রশাসন সর্বত্রই চূড়ান্ত ব্যস্ততা। পালাটানার হ্যালিপেড প্রহর গুনছে প্রধানমন্ত্রীর, অন্যদিকে শহরতলির ক্যাপিটেল কমপ্লেক্সের রাস্তা ফাঁকা ফোকর সংস্কার করে সারাইয়ের কাজ চলছে ক্যাপিটেল কমপ্লেক্সের রাস্তায়। প্রচুর শ্রমিক নিয়োগ করা হয়েছে রাস্তা সারাইয়ে। এ দৃশ্য দেখে রসওয়ালা পথচারীর মন্তব্য ‘সবই মোদী মহিমা’।