নাইজিরিয়া, ২৯ নভেম্বর ।। নাইজিরিয়ায় কানো শহরের প্রধান মসজিদে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৬৪ জন নিহত ও ১২৬ জন লোক আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজ পড়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া গুলির শব্দও শোনা গেছে। এ হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত ও ১২৬ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারামকে হামলার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। কারণ বোকো হারাম এর আগে কয়েকবার কানো শহরে হামলা চালিয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।