সুন্দরবনের প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত কাঁকড়া যাচ্ছে বিশ্ব বাজারে। আন্তর্জাতিক বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। কাঁকড়া চাষে আগ্রহ দেখাচ্ছে মংলাসহ সুন্দরবনের আশপাশ এলাকার চাষীরাও।
এ অঞ্চলের চাষীরা তাদের পুকুর, ডোবা ও পরিত্যক্ত খালে ব্যাপক হারে কাঁকড়া চাষ করতে শুরু করেছে। ইতোমধ্যে এ কাঁকড়া চাষে তাদের ব্যাপক সফলতাও পেয়েছে।
সুন্দরবনের কাঁকড়া আহরণকারীদের পর্যাপ্ত নিরাপত্তা, আধুনিক পদ্ধতি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারলে প্রতিবছর এ খাত থেকে কয়েক শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।