গোপাল সিং, খোয়াই, ০৫ মার্চ ৷৷ বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘরে রাতের আঁধারে তান্ডব চালালো একাংশ পুলিশ কর্মী। শিশু থেকে শুরু করে পুরুষ মহিলা, বয়স্ক কেউই এই হিংস্র আক্রমণের হাত থেকে রেহাই দিলেননা তারা। শুধু হামলা নয়, রাতের অন্ধকারে বাড়ি ঘরের দরজা ভেঙে লোকদের উপর নির্বিচারে লাঠিপেটা করে পুলিশ। পুলিশ কর্মীদের লাঠির আঘাতে জখম হলেন অন্তত ৫০ জন বিজেপি কর্মী। বর্বরোচিত এই ঘটনাটি সংঘটিত হয়েছে খোয়াই শহর থেকে দুই কিলোমিটার দূরে ধলাবিল পালপাড়া এলাকায়। অভিযোগ পুরো ঘটনার পেছনে রয়েছে খোয়াই জেলা পুলিশের পুলিশ সুপার ও অতিরিক্ত সুপার। ঘটনাস্থলে পুলিশী অত্যাচারের নির্মমতার সাক্ষী হিসেবে পরে থাকে পুলিশের উর্দির ব্যাচ। যা ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও। অভিযোগ বর্বরোচিত এই ঘটনার সময়ে ঘটনাস্থল থেকে অনতিদূরে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন জেলা পুলিশের শীর্ষ পদাধিকারীরা। খোয়াই থানাধীন ধলাবিল পালপাড়া এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।