মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, ৯ই মার্চ শপথগ্রহণ, আসছেন প্রধানমন্ত্রী

biplabআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ ৷৷ দীর্ঘ বাম শাসনের পতনের পর এবার ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব কুমার দেব। উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন যীষ্ণু দেববর্মা। দাবী মেনে উপজাতিদের মধ্যে থেকে উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে। যীষ্ণু দেববর্মা রাজ পরিবারের সদস্য এবং প্রবীণ উপজাতি নেতা। আগামী ৯ই মার্চ, ২০১৮ (শুক্রবার) দুপুর ১২টায় আসাম রাইফেলস ময়দানে শপথ নেবেন নয়া মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী। একই সাথে শপথ নেবেন ১২ সদস্যের মন্ত্রিসভা। মন্ত্রীদের নামও চূড়ান্ত হয়ে গেছে বৈঠকে।
মঙ্গলবার আগরতলার রাজ্য অতিথিশালায় আয়োজিত বৈঠক শেষে কেন্দ্রীয় সড়ক উন্নয়নমন্ত্রী নীতিন গডকড়ি এ ঘোষণা করেন। এদিন এই বৈঠকে বিপ্লব কুমার দেবকে পরিষদীয় নেতা করা হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।
৯ই মার্চ বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এছাড়া বিজেপি শাসিত ১৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে লক্ষাধিক লোকের জমায়েত হবে বলে আশা করা যাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*