গোপাল সিং, খোয়াই, ১০ মার্চ ৷৷ গত ৩রা মার্চ খোয়াই জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ অমুল্য দেববর্মা এবং ডাঃ রাজেশ দেববর্মাকে কিছু গুন্ডা বাহিনী মারধর করা হয় বলে খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়। এই সংক্রান্ত ভিডিও নিউজ স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে দেখানো হলেও ঘটনার ৭দিন পরও আসামীকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খোয়াই এস ডি পি ও-র নিকট ডেপুটেশন প্রদান করেন ‘দ্যা ত্রিপুরা ট্রাইবেল অফিসারস ফোরাম’। এই ডেপুটেশকালে উপস্থিত ছিলেন ডাঃ মৃণাল দেববর্মা, ডাঃ রঞ্জীত রিয়াং, ডাঃ রিপন দেববর্মা সহ সংস্থার অন্যান্য চিকিৎসকরা।