আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ মন্ত্রীসভা গঠনের পর প্রথম ঝটিকা সফরে বেরিয়ে তিন সরকারি আধিকারিককে বরখাস্তের নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী পদে সপথ নেওয়ার পর মঙ্গলবার প্রথমবার রাজ্যে সফরে বের হয় তিনি। এদিন রাজ্যের প্রত্যন্ত এলাকা গন্ডাছড়ায় সফরে গিয়ে দেখেন এইসব এলাকাতে কোন ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি। প্রশাসনের চরম গাফিলতি নজরে আসে মূখ্যমন্ত্রীর। মূখ্যমন্ত্রী রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের গাফিলতি দেখতে পায়। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, এলাকার একমাত্র রাস্তাটি দুই বছর আগে নির্মাণ করে একটি বেসরকারি নির্মাণসংস্থা। রাস্তাটি অন্তত পাঁচ বছর তাদের রক্ষণাবেক্ষণের কথা থাকলেও, গত দুই বছরে এ রাস্তার কোনো সংস্কার হয়নি। মূখ্যমন্ত্রী সাথে সাথে এই ব্যাপারে খোঁজখবর করে দেখে পর্যাপ্ত অর্থ থাকার পরও কোনো কাজ করা হয়নি। এরপরই তিনি তৎকালীন বিডিও প্রদীপ দেববর্মা সহ তিন সরকারি আধিকারিককে বরখাস্তের নির্দেশ দেন। সরকারি টাকায় যেসব ঘর ও শৌচাগার নির্মাণ হয়েছে সেগুলোও ঘুরে দেখেন বিপ্লব কুমার। এসময় বিভিন্ন কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনো দরকার নেই এইসব আধিকারিকদের’। তিনি বলেন, কর্তব্য অবহেলা কোন ভাবেই বরদাস্ত করা হবে না। সরকারি কাজে দুর্নীতি ধরা পড়লেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দিনের গন্ডাছড়া সফরে এসে এই কঠোর পদক্ষেপে খুশি প্রত্যন্ত এলাকার লোকজন। সফরকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের চিফ সেক্রেটারি রাজীব রঞ্জন সহ কয়েকজন সরকারি কর্মকর্তা।