আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷৷ ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় আগামী ২৩শে মার্চ, ২০১৮ (শুক্রবার) দ্বাদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনের আহবান করেছেন। এদিন সকাল ১১টায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত বিধানসভা ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা বিধানসভা সচিবালয়ের সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।