বলের আঘাতে মৃত ক্রিকেটার ফিলিপ হিউজেসের আজ জন্মদিন। বেঁচে থাকলে আজ জন্মদিনটা আনন্দে কাটাতেন। সেখানে তাঁর জন্মদিনে আজ গোটা দেশের চোখে জল। ডেভিড ওয়ার্নার থেকে মাইকেল ক্লার্ক সবাই আজ কাঁদছেন। ৬৩ রানে ব্যাট করা অবস্থাতেই মারা গিয়েছিলেন হিউজেস। সেই ৬৩ রান করার পরই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ব্যাট তুলে রেখে প্যাভিলিয়নে ফিরছেন।
একের পর এক টুইটে আজ হিউজেসকে স্মরণ করছে গোটা ক্রিকেট বিশ্ব। এদিকে, সূত্রের খবর ব্রিসবনে প্রথম টেস্ট হচ্ছে না। ১২ ডিসেম্বর অ্যাডিলেডেই হবে প্রথম টেস্ট। সেক্ষেত্রে সিরিজ চারের বদলে তিন টেস্টের হতে পারে। এখনও অস্ট্রেলিয়ার ক্রিকেটররা মানসিকভাবে খেলার জন্য তৈরি নয় বলে অস্ট্রেলিয়ার টিম ম্যানজেমেন্টের পক্ষ থেকে অসি বোর্ডকে জানিয়ে দেওয়া হয়।