আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ ৷৷ রাজ্যের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য আনতে রবিবার সন্ধ্যায় দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রবিবার সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্যের নবনির্বাচিত উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি বলেন, ১১,৩৫৫.৫৩ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় বসেছে। এই ঋণ ২৫ বছরের বামফ্রন্ট সরকার রেখে গেছে।
তিনি বলেন, বামফ্রন্ট সরকারের করে যাওয়া বেহাল অবস্থার মধ্যেও বর্তমান সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করেন অর্থমন্ত্রী।