ফের কমল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি ৯১ পয়সা ও ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ৮৪ পয়সা। আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে এই নতুন দাম। এর ফলে, কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ৭০ টাকা ৭৩ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়াল ৫৭ টাকা ৮ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম হল ৬৩ টাকা ৩৩পয়সা,মুম্বইয়ে ৭০ টাকা ৯৬পয়সা এবং চেন্নাইয়ে ৬৬টাকা ০৫পয়সা।
এদিকে দাম কমার ফলে দিল্লিতে ডিজেলের দাম কমে দাঁড়াল ৫২টাকা ৫১পয়সা, ৬০ টাকা ১১পয়সা মুম্বইতে এবং চেন্নাইয়ে ৫৫ টাকা ৯৩পয়সা।
গত মাসেই সরকার পেট্রোলের দাম লিটার প্রতি দু টাকা ৪১পয়সা কমিয়েছিল, ও ডিজেলের দাম কমেছিল দু টাকা ২৫পয়সা।