আগরতলা, ৩০ নভেম্বর ।। নরেন্দ্র মোদী বিগত লোকসভা নির্বাচনে গোটা উত্তর পূর্বাঞ্চলে দলের হয়ে নির্বাচনী প্রচারে চষে বেড়িয়েছেন, প্রধানমন্ত্রী হয়ে সম্প্রতি সফরে বেরিয়েছেন পিছিয়ে থাকা উত্তর পূর্বে। জাতীয় রেল মানচিত্রে প্রথমবারের মতো যুক্ত হয়েছে রেলপথে, মেঘালয়ের মেন্দিপাথর – গুয়াহাটি যাত্রীবাহী ট্রেনের সূচনা হয়েছে প্রধানমন্ত্রীর যাত্রা সংকেতে, মিজোরামে প্রধানমন্ত্রী করেছেন ব্রডগেজ লাইনের শিলান্যাস। এই অঞ্চলের বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রীর ভাষনেই স্পষ্ট হয়েছে মূল ভূখন্ডের সামগ্রিক অগ্রগতির তুলনায় পিছিয়ে রয়েছে উত্তর পূর্বাঞ্চল। যোগাযোগ ব্যবস্থা, রেল পরিষেবা বিস্তৃতি, পরিকাঠামো উন্নয়ন সহ ডিজিটাল ইন্ডিয়া এই অঞ্চলের যুবশক্তিকে নতুন পথে দেখবে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চল সফরের তালিকায় রয়েছে ত্রিপুরা, পালাটানা বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।