আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ শুক্রবার থেকে শুরু হয় দ্বাদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশন। এই অধিবেশনের শুরুতে বিধানসভার প্রোটেম স্পিকার রতন চক্রবর্তী স্থায়ী অধ্যক্ষ নির্বাচনের জন্য বিধানসভায় রেবতী মোহন দাসের নাম প্রস্তাব অনুসারে উত্থাপন করেন। বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছেন তিনি। এদিন বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবার পর রেবতী মোহন দাসকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিরোধীদল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা বিধানসভার ইতিহাসে তিনি হলেন দ্বাদশ অধ্যক্ষ। বিধানসভার ঐতিহ্য মেনে সভা পরিচালনার উপর গুরুত্বারূপ করেছেন মুখ্যমন্ত্রী এবং বিরোধীদল নেতা। জবাবে রেবতি মোহন দাস বলেছেন, অধ্যক্ষ হিসেবে তিনি অধিবেশনের ঐতিহ্য মেনে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন।