বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মার্চ ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বিরচন্দ্র মনু বাজারের উন্নয়নমূলক কাজের জন্য টি টি এ এ ডি সি-র ফান্ড থেকে অর্থ বরাদ্ধ করা হয়। শনিবার এই বাজারটি বিজেপি কর্মীরা পরিদর্শন করতে গিয়ে একটি দোকানে ৩৮ ব অস্তা সিমেন্ট নষ্ট হয়ে আছে। বিজেপি কর্মীদের অভিযোগ, এই বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অর্থ এলাকার সি পি আই (এম) এর লিডার দেবু দত্ত, অধু সাহা, মনু পঞ্চায়েতের মেম্বার সোভা দাসের ছেলে দুলাল দাস, বিজেন্দ্র চৌধুরী সকলে মিলে লুটপাট করে নেয়। তারা এই বাজারে তোল্লা আদায় করত বলে বাজারের ব্যাবসায়ী সহ বিজেপি কর্মীদের অভিযোগ। এখন বাজারের ব্যাবসায়ীদের দাবী বাজারের উন্নয়নে যে অর্থ বরাদ্ধ ছিল তার সঠিক হিসেব দিতে হবে। এবনে সিমেন্ট নষ্টের পেছনে যাদের হাত রয়েছে তাদের ক্ষতপূরন দিতে হবে।