আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ রাজধানী আগরতলা সহ শহরতলির অপরাধ দমনে কোমড় বেঁধে নেমেছে পুলিশ প্রশাসন। শহরের আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় আই জি (আইনশৃঙ্খলা)কে ভি শ্রীজেশের পৌরহিত্যে আরক্ষা প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডি আই জি অরিন্দম নাথ, জেলা পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি, সদর মহকুমার তিন জন এস ডি পি ও, পশ্চিম থানা ও পূর্ব থানার ওসি সহ আগরতলা শহর এলাকার বিভিন্ন থানার পদাধিকারী আধিকারিকরা। শহরের বুকে চুরি, ছিনতাই, মাফিয়ারাজ সহ বিভিন্ন অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই বৈঠকে।