বিশ্ব যক্ষ্মা দিবস – রাজ্য ভিত্তিক সচেতনতা শিবির

jakkha.jpg2আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। সারা বিশ্বের সাথে রাজ্যেও বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজ্য ভিত্তিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় জাতীয় স্বাস্থ্য মিশন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং আর এন টি সি পি-র যৌথ উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ। এই সচেতনতা শিবিরের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের ভাবনা হল “যক্ষ্মা রোগ মূক্ত পৃথিবী গড়তে নেতৃত্ব চাই”।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*