তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ৷৷ তথ্য ফাঁস হওয়া নিয়ে ফেসবুককে নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোখার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক। বুধবার ফেসবুককে চিঠি পাঠিয়ে ৭ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই তথ্য নিয়ে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নির্বাচন প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ। কোনও সংস্থা ফেসবুকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে ভারতের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছিল কি না, সেটারই জবাব দিতে বলেছে কেন্দ্র।