আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টি পর্যন্ত গোটা রাজ্য উত্তাল করবে বিজেপি। এদিন রাজ্যের প্রাক্তন তথ্য মন্ত্রী তথা বিধায়ক ভানুলাল সাহা, বাম নেতা পার্থ প্রতিম মজুমদার, গৌরা চক্রবর্তী সহ আরও কিছু বাম নেতাদের গ্রেপ্তারের দাবীতে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা করা হবে। বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সন্মেলনে একথা জানান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, বুধবার বিশালগড় সি পি আই (এম)-র বিভাগীয় অফিস তল্লাশি চালানোর জন্য পুলিশের কাছে দাবী জানায় বিজেপি যুব মোর্চা। বাম বিধায়ক ভানুলাল সাহা সহ এলাকার বাম নেতারা তাতে বাঁধা দেন। পরে ভোর ৪টা পর্যন্ত তল্লাশি চালিয়ে বিশালগড় সি পি আই (এম)-র বিভাগীয় অফিস থেকে পুলিশ প্রচুর ফেন্সিডিল ও মাদকদ্রব্য উদ্ধার করে। সাংবাদিক সন্মেলনে বিজেপি-র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, বক্সনগর সি পি আই (এম) অফিস থেকে অ্যাসিড, পেট্রোল ও ডিজেল উদ্ধার করা হয়েছে। রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে সি পি আই (এম) অফিসে এগুলি মজুত করা ছিল বলে অভিযোগ করেন তিনি। এদিনের সাংবাদিক সন্মেলনে বিধায়ক রতন চক্রবর্তী, বিজেপি-র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিক রাজীব ভট্টাচার্য প্রমুখ।