১২টি বগি নিয়ে শান্তির বাজার রেল স্টেশনে পরিক্ষামূলক যাত্রা পেসেঞ্জার রেলের

sb railবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ মার্চ ৷৷ শান্তির বাজার বসবাসকারী লোকজনের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হতে চলছে রেল আগমনের মধ্যদিয়ে। ভারতের রেল মানচিত্রে যুক্ত হতে চলছে শান্তির বাজার মহকুমার নাম। বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিটে WDP4D ৪০৩৬৬ নম্বরের পেসেঞ্জার ট্রেনটি ১২টি বগি নিয়ে শান্তির বাজার রেল স্টেশনে আসনে। এই পরিক্ষামূলক ট্রেনটি দেখার জন্য রেল স্টেশনে ভীর ছিল দেখার মতো। রেল আসার পর ট্রলি করে রেলের কাজগুলি খতিয়ে দেখার জন্য আসেন রেলের উচ্চপদস্ত কর্মী সি আর এস শৈলেশ কুমার পাঠক, ডেপুটি সি টি এস পুলক চক্রবর্তী সেফটি কাউন্সিলার জেড ডি পাল, ডি আর এম লামডিং ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। উচ্চপদস্থ আধিকারিকদের আগমনকে ঘিরে রেল স্টেশনেকে সুস্বজ্জিত করে তোলা হয়। সবকিছু ঠিকঠাক চললে আগামী কিছুদিনের মধ্যে শান্তির বাজারে রেলে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানান সি আর এস শৈলেশ কুমার পাঠক। রেলের এই আগমনী বার্তাকে কেন্দ্র করে শান্তির বাজারের লোকজনের মনে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*