আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ ওড়িশার কৃষ্টি ও সংস্কৃতি জগৎ বিখ্যাত। এখানকার ওডিসি নৃত্য অতীব সুন্দর। এই রাজ্যকে দেশের মধ্যে এক শ্রেষ্ট রাজ্য হিসেবে গড়ে তুলতে ওড়িশাবাসীর একটা ভূমিকা রয়েছে। আগরতলা মূক্তধারা হলে ও এন জি সি ত্রিপুরা অ্যাসেট এবং ওড়িয়া সমাজ ত্রিপুরার যৌথ উদ্যোগে আয়োজিত উৎকল দিবস এবং ওড়িশা উৎসবের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার প্রদীপ জ্বেলে ওড়িশা উৎসবের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী। উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও এন জি সি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার জে কে সিংহ রায়, ওড়িয়া সমাজ ত্রিপুরার সহ-সভাপতি ডঃ শরৎ কুমার দাস, সম্পাদক রবীন্দ্র কুমার মহাপাত্র প্রমুখ। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে আয়োজিত হয় ওড়িয়া সমাজের বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান।