সড়ক সুরক্ষা সপ্তাহ নিয়ে প্রস্তুতি সভায় ৩৮টি সিটি বাস নতুন করে চালানোর সিদ্ধান্ত

pranajitআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ সড়ক সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মহাকরনের ২নং কনফারেন্স হলে আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিক সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আগামী ২৩ এপ্রিল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী সড়ক সুরক্ষা সপ্তাহ অনুষ্ঠানের সূচনা করা হবে। এতে সড়ক সুরক্ষা এবং ট্রাফিক নিয়মবিধি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই সভার আরও ৩৮টি সিটি বাস নতুন করে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*