আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ রাজ্যের চতুর্থ নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিনামূল্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঊনকোটি জেলার মাছমারা এলাকায় আরো একটি জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৫০ কানি জমি বিনামূল্যে নবোদয় বিদ্যালয় সমিতিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান কৃষি ও পরিবহন দফতরের মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায় এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্তনা চাকমা। রাজ্যের ৮টি জেলাতেই একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপন করার ইচ্ছে রয়েছে রাজ্য সরকারের বলে জানান, পরিবহন দফতরের মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায়।