নিউ দিল্লি, ১৭ জুলাই/(NUT) : এবারের বাজেটে সিগেরেটের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এরফলে যে অতিরিক্ত রাজস্ব আয় হবে, তার পরিমাণ বছরে তিন হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রকের দাবি, ৬ বছরে রাজকোষে আসবে অতিরিক্ত ১৮ হাজার কোটি টাকা।
সেই টাকায় কমপক্ষে চারটে নতুন AIIMS তৈরি করা যাবে। কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি AIIMS নির্মাণের আনুমানিক খরচ ৪ হাজার ৫০০ কোটি টাকা।
কেন্দ্রীয় বাজেটে প্রথম দফায় অন্ধ্রপ্রেদেশ, পশ্চিমবঙ্গ, বিদর্ভ ও পূর্বাঞ্চলে ৪টি নতুন AIIMS তৈরির ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই খাতে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। অন্যদিকে, হিমাচল প্রদেশ, পঞ্জাব, বিহার, ওড়িশা ও মহারাষ্ট্রে ৫টি নতুন আইআইএম তৈরির ঘোষণা করেন তিনি।