ব্রাজিলের রিওতে একসঙ্গে ১,৯৬০ জন কপল বাঁধা পড়লেন বিবাহ বন্ধনে

10730804_886252538075135_1163072941482536835_nরিও ডি জেনেরিও, ১ ডিসেম্বর ।। এ এক অভিনব দৃশ্য। ব্রাজিলের রিওতে একসঙ্গে ১,৯৬০ জন কপল বাঁধা পড়লেন বিবাহ বন্ধনে। রবিবার মারাকানা স্টেডিয়ামের অদূরে এক হলে এই জন মিলনের সাক্ষী থাকল গোটা বিশ্ব।
এই গণ বিয়ের অনুষ্ঠানে বর-কনেরা ছাড়াও তাঁদের বন্ধু, পরিবার, ক্যাথলিক প্রিস্ট ও ম্যারেজ রেজিস্টাররা সহ জড়ো হয়েছিলেন ১২,০০০ মানুষ।
”আই ডু ডে” নামের এই গণবিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তাঁদের জন্য যাদের পক্ষে ব্যানকোয়েট হল বুক করে জাঁকজমক করে বিয়ে করা এতদিন স্বপ্নাতীত ছিল।
যে খানে এই গণ বিয়ে অনুষ্ঠিত হয়েছে সেখানে সাধারণত বড় বড় কনসার্ট হয়। এই গণ বিয়ের আসর অন্যমাত্রা পেল সাম্বা স্টার ডুডু নোবরের কনসার্টে।
অথিদের জন্য শুধুমাত্র এই বিয়ে উপলক্ষ্যে ফ্রি ট্রেন রাইডেরও ব্যবস্থা করা হয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*