নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে পথে নামল উদয়পুরের স্কুল-কলেজ পড়ুয়ারা

Udpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ আসিফার মৃত্যুর ভয়াবহতা স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে৷ আসিফা এখন আর কোনও একটি সাধারণ মেয়ের নাম নয়৷ আসিফা আর কেবল বাখরাওয়াল সম্প্রদায়ের কোনও নির্দিষ্ট মেয়ে নয়৷ গোটা দেশ বুঝেছে – এই হিংসা, এই বিদ্বেষ বজায় থাকলে আসিফার পরিণতি হতে পারে দেশের যে কোনও শিশুরই৷ তাই পোস্টার হাতে নীরব প্রতিবাদে যখন দেশের সাধারণ নাগরিক, সেই থেকে পিছিয়ে নেই ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ, অনলাইন স্যোসাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থা।
বুধবার (১৮ই এপ্রিল) আসিফার মৃত্যুর প্রতিবাদে পথে নামল উদয়পুরের ছাত্র সমাজ। শুধু আসিফার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ নয়, সমাজের, রাজ্যের, দেশের তথা গোটা বিশ্বের নারীদের উপর নির্মম অত্যাচার ও নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে এদিন উদয়পুরের পথ ঘাট কাঁপিয়েছে উদয়পুরের স্কুল-কলেজ পড়ুয়ারা। প্রায় শতাধিক পড়ুয়া উদয়পুরের নজুরুল গ্রন্থাগারের সন্মুখ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পড়ুয়াদের ভাষাহীন প্রতিবাদ থেকে অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*