ধৃত ১৮ জন রোহিঙ্গাকে ১৪ দিনের জেলা হাজতে পাঠালো আদালত

rohingaগোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা এলাকা থেকে ধৃত শিশু ও মহিলা সহ ১৮ জন রোহিঙ্গাকে ১৪ দিনের জেল হাজতে পাঠালো খোয়াই জেলা ও দায়রা আদালত। উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসাম যাবার পথে একটি বেসরকারী বাসে তল্লাশী চালিয়ে শিশু ও মহিলা সহ ১৮ জন রোহিঙ্গাকে আটক করে। গোপন খবরের উপর ভিত্তিকরেই আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ আগরতলা থেকে গৌহাটির উদ্দেশে একটি এ.এস ০১ এইচ.সি ৬২৩৯ নম্বরের শেরওয়ালী বাস গাড়িতে তল্লাশি চালায়। এরমধ্যে ১১ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। তারমধ্যে ৬ জনের আবার রিফিউজি কার্ডও আছে। খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, রোহিঙ্গাদের আটক করার পর তেলিয়ামুড়া থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বাংলাদেশ থেকে এসেছে। আসাম হয়ে তারা দিল্লি যাবার সিদ্ধান্ত নেয়। শুক্রবার দুপুরে ধৃত ১৮ রোহিঙ্গাকে তেলিয়ামুড়া থেকে খোয়াই জেলা ও দায়রা আদালতে তোলা হলে U/S 14 foreigners act, sec 3/6 Indian passport act এ বিচারক ১৮ জন রোহিঙ্গাকেই ১৪ দিনের জেলা হাজতে পাঠায়। তবে এদের মধ্যে শিশুরা মায়ের সাথে থাকলেও মাইনর যারা রয়েছে তাদের জুভেনাইল হোমে পাঠানো হবে বলে জানালেন খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*