আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য পুরস্কার পেলেন রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক আই এ এস ডঃ মিলিন্দ রামটেকে এবং পশ্চিম ত্রিপুরা জেলার কৃষি দপ্তরের উপ-অধিকর্তা অরুণ ভট্টাচার্য। দ্বাদশ সিভিল সার্ভিস দিবস উপলক্ষ্যে শনিবার দিল্লীর বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাস্তবায়নের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থ বছরে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক আই এ এস ডঃ মিলিন্দ রামটেকে এবং পশ্চিম ত্রিপুরা জেলার কৃষি দপ্তরের উপ-অধিকর্তা অরুণ ভট্টাচার্য অসাধারণ সাফল্য অর্জন করেছেন।