
সড়ক সুরক্ষা সপ্তাহের সুচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সকল অংশের মানুষকে সুরক্ষার ব্যাপারে সচেতন করা। কিন্তু আমাদেরকে সড়ক সুরক্ষা সপ্তাহ কেবল পালন করলেই চলবেনা, বাস্তবে সড়ক সুরক্ষাকে নিশ্চিত করতে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকার প্রতিটি বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং ও দুর্ঘটনা এড়ানোর জন্য ওয়ান ওয়ে পথের ব্যাপারে চিন্তাভাবনা করছে। প্রতিবছর আমাদের দেশে সড়ক দুর্ঘটনার কারনে ১.৫ লক্ষ মানুষের মৃত্যু হয় এবং গত বছর সড়ক দুর্ঘটনায় আমাদের রাজ্যে ১৬১ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা ও আর্থিক অগ্রগতির সাথে, সাথে যানবাহনের সংখ্যাও দিন, দিন দ্রুত মাত্রায় বেড়ে চলেছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক সুরক্ষায় কেবল সরকার নয়, দায়িত্ব নিতে হবে সাধারণ জনগণকেও আর উভয়ের মিলিত প্রচেষ্টার মধ্যদিয়েই দুর্ঘটনা হ্রাস সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের সচিব সমরজিত ভৌমিক, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক এস এস চতুর্বেদী, আই জি আইন শৃঙ্খলা কে ভি শ্রীজেশ, জেলাশাসক ডঃ মিলিন্দ রামটেকে, জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং, ট্রাফিক সুপার পিনাকি সামন্ত প্রমুখ।