আগরতলা-আখাউড়া রেলপথ স্থাপনের কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে – হর্ষ বর্ধন শ্রিংলা

sanglaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷৷ ত্রিপুরার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক আদান প্রদান বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে মৈত্রী ও সৌহার্দ্যের পরিবেশকে আরও শক্তিশালি করে তুলতে হবে। এজন্য দু’দেশের মানুষই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আশা করি আগামী দিনেও দু’দেশের মানুষের এই ভূমিকা অব্যাহিত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার উপস্থিতিতে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে বৃহস্পতিবার মহাকরণের ১নং কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশে মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক, যোগাযোগ, পরিকাঠামোগত উন্নয়ন, ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে উভয় দেশই গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে একাধিক প্রকল্পের কাজ চলছে। আগামী বছর প্রকল্পগুলোর কাজ শেষ হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের আখাউড়া থেকে ত্রিপুরার আগরতলার আই সি পি পর্যন্ত রাস্তা দুই লেনে উন্নীত, আগরতলা-আখাউড়ার মধ্যে রেলপথ স্থাপনের কাজ চলছে। কাজগুলো আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব সমরজীৎ ভৌমিক প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*