আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ৷৷ রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে সিভিল সার্ভিস ডে (সাধারণ প্রশাসন দিবস) উদযাপন করা হয়। শুক্রবার এই উপলক্ষ্যে সিপার্ড ও সাধারণ প্রশাসন দফতরের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী তাঁর ভাষনে প্রত্যেককেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। এদিন সিপার্ড’র একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, সিপার্ড’র অধিকর্তা জেনারেল কে নাগরাজ, সাধারণ প্রশাসন দফতরের প্রধান সচিব রাকেশ সরওয়ার প্রমুখ।