কমনওয়েলথ গেমসে দীপার পদকের প্রত্যাশা দেশজুড়ে

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৭ জুলাই/(NUT) : ২৩ জুলাই থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হছে কমনওয়েলথ গেমস। শুধু ত্রিপুরাই নয়, গোটা ভারত জিমন্যাস্টিকসে পদক পাওয়ার প্রত্যাশায় ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকারের দিকে তাকিয়ে।
রাজ্যের অর্জুন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথ অত্যন্ত আশাবাদী দীপার সাফল্যের প্রশ্নে।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.