আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ কেন্দ্রীয় সরকারের যে কোনও প্রকল্প সমাজের সর্বশেষ প্রান্ত সঠিক সময়ে পৌঁছে দিয়ে যথাযথভাবে তদারকি করলে সে রাজ্যই সর্বশ্রেষ্ট রাজ্য হতে পারে। সোমবার গ্রাম স্বরাজ অভিযানের অন্তর্গত রাজ্য ভিত্তিক আয়ুষ্ণান ভারত দিবসের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সকালে সাব্রুমের দক্ষিণী নিউ টাউন হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়, প্রমোদ রিয়াং, বিপ্লব কুমার ঘোষ, অরুণ চন্দ্র ভৌমিক, রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, মূখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলোক, জেলা শাসক সি কে জমাতিয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব সমরজিত ভৌমিক প্রমুখ। সাব্রুমের কোন প্রত্যন্ত গ্রামে বসেও রেগার কাজের মজুরী যাতে তার একাউন্টে চলে আসে সেই লক্ষ্যেই বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদি কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের দক্ষিণ জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূখ্যমন্ত্রীকে স্মারক উপহার তুলে দেওয়া হয়।