আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে ৷৷ ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী ফেণী নদীর উপর নির্মীয়মাণ সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার সাব্রুম সফরে গিয়ে ফেণী নদীর উপর নির্মীয়মাণ সেতুটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই সেতুটির কাজ শেষ করার জন্য ২০১৯ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এই ব্রিজটি নির্মাণ হয়ে গেলে তা থেকে উপকৃত হবে গোটা উত্তর-পূর্ব ভারত। পাশাপাশি গোমতি নদীর নাব্যতা বাড়িয়ে সেখানে ছোট আকারের জাহাজ চালানোর মধ্য দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ানোর দিশাতেও সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, শংকর রায়, প্রমোদ রিয়াং, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক প্রমুখ।