দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২ ডিসেম্বর ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চল সফরের পরিসমাপ্তি হয়েছে ত্রিপুরায় পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর সফর শেষের সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই বিশ্লেষন হচ্ছে এই সফরে উত্তর পূর্বাঞ্চলের দিশা দশা পরিবর্তনে বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকার অভিমুখ নিয়ে। উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্য গুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করেছেন সেখানে মোদীর ভাষনে স্পষ্ট হয়েছে অনগ্রসরতার জন্য একটা নয় বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। প্রধানমন্ত্রী গোটা উত্তর পূর্বাঞ্চলের শিক্ষিত প্রজন্মের জন্য গৃহীত পদক্ষেপের ফলশ্রুতিতে হতাশার ইতি হতে যাচ্ছে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পাশাপাশি এই অঞ্চলের অর্থে সামাজিক অবস্থা পরিবর্তনে ব্যাপক সংস্কারের প্রশ্নে যোগাযোগ ব্যবস্থা, জল সম্পদ, পশু পালন, কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি থেকে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন।
উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্নের অবকাশ না রেখেও বর্তমান প্রেক্ষাপটে এই অঞ্চলের সামগ্রিক বিকাশে যে বিশাল অর্থের প্রয়োজন পড়বে – সেই অর্থ সঙ্কুলান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চল সফরের অন্তিম স্থান ত্রিপুরার পালাটানায় ভাষনে প্রধানমন্ত্রী বলেছেন সম্ভাবনার যাবতীয় উপাদানকে কাজে লাগাতে হবে তবেই প্রতিবিম্ব পাল্টে যাবে উত্তর পূর্বাঞ্চলের। প্রধানমন্ত্রীর সফরে কেন্দ্রীয় সদিচ্ছার বহিঃপ্রকাশ হয়েছে – প্রাপ্তি প্রত্যাশার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চলের মানুষ। কথায় বলে ‘পাত পাতলেই হবে না, যিনি দেবেন তারও হিসেব আছে’ – দেখা যাক উত্তর পূর্বাঞ্চলের ভাগ্য বদলে প্রধানমন্ত্রীর সফর বাস্তবে ফলপ্রসু হয় কিনা।