আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মে ৷৷ যুব শক্তিকে অক্সিজেন দিতে অনুষ্ঠিত হল রাজ্য যুব মোর্চার রাজ্য সন্মেলন। শুক্রবার রাজধানীর এন আর সি সি-তে অনুষ্ঠিত হয় এই সন্মেলন। যুব মোর্চার সন্মেলনে সংগঠনের সর্ব ভারতীয় সভানেএী পূনম মহাজন বলেন, মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে বি জে পি কাজ করে যাচ্ছে। তাই গোটা দেশে আজ বি জে পি সরকারে আছে। এই সরকারের লক্ষ্য হচ্ছে যুবকদের জন্য কর্ম সংস্থান। এিপুরাতে এই লক্ষ্য কার্যকর করা শুরু হয়ে গেছে। সন্মেলনে সংগঠনের সর্ব ভারতীয় সভানেএী পূনম মহাজন ছাড়াও উপস্থিত ছিলেন বি জে পি রাজ্য প্রভারি সুনীল দেওধর সহ রাজ্য বি জে পি এবং যুব মোর্চার রাজ্য নেতৃত্বরা।
যুব মোর্চার রাজ্য সম্মেলনে নেতৃত্বরা বলেন, সরকারে আসার পর বিজেপির দায়িত্ব আরও বেড়ে গেছে। এখন এই দলে যাতে সি পি আই (এম)-র সংস্কৃতি প্রবেশ না করে সে দিকে নজর রাখতে হবে।