ওসি এবং সাব ইন্সপেক্টর পর্যায়ে রদবদল, ৪৩ জনের নামের তালিকা প্রকাশ

policeআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷৷ এবার বড়সড় রদবদল হল রাজ্য পুলিসের ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পর্যায়ে। মোট ৪৩ জন অফিসারকে বদলি করা হল এবার। বদলির তালিকায় রয়েছেন ২১টি থানার ও সি। পূর্ব থানার ওসি কমল কৃষ্ণ কলইকে টাকারজলা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। কমলপুর থানার ওসি অমল চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে আগরতলা ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর হিসেবে। মনু থানার ওসি পান্না লাল সেনকে দেওয়া হল বিশ্রামগঞ্জ থানার ওসির দায়িত্ব। বিশ্রামগঞ্জ থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর করকে দেওয়া হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টরের দায়িত্ব। তৈদু থানার ওসি প্রণব দেবনাথকে নিয়ে আসা হল এন সি সি থানার ওসির দায়িত্বে। আর এন সি সি থানার ওসি মনীন্দ্র দেবনাথকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলার এস পি অফিসে। এয়ারপোর্ট থানার ওসি কান্তি লাল বৈদ্যকে সরিয়ে দেওয়া হল ধলাই জেলার এস পি অফিসে। জিরানীয়া থানার ওসি সাব্বির আহমেদকে আনা হয়েছে পশ্চিম জেলার এস পি অফিসে। তেলিয়ামুড়া থানার ওসি মিলন দত্তকে নেওয়া হল ঊনকোটি এস পি অফিসে। কাঞ্চনপুর থানার ওসি সৌগত চাকমাকে নিয়ে যাওয়া হল উত্তর জেলার এস পি অফিসে। জিরানীয়া থানার ওসি সাব্বির আহমেদকে আনা হয়েছে পশ্চিম জেলার এস পি অফিসে। খোয়াই থানার ওসি সরজ ভট্টাচার্যকে বদলী করা হল সি আই ডি অফিসে। টাকারজলা থানার ওসি হেমন্ত দেববর্মাকে তুলে নেওয়া হল সিপাহিজলা এস পি অফিসে। বিলোনীয়া থানার ওসি দুলাল দত্তকে নেওয়া হল গোমতী জেলার এস পি অফিসে। কুমারঘাট থানার ওসি জয়ন্ত কর্মকারকে নেওয়া হল আগরতলা ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর হিসেবে। আনন্দ বাজার থানার ওসি পরেন্দ্র দেববর্মাকে আনা হয় আগরতলা ট্রাফিক ইউনিটে। বিশালগরের ওসি প্রদীপ ভৌমিককে নিয়ে আসা হয় আগরতলা পুলিস সদর কার্যালয়ে। এছাড়া বদলীর তালিকায় থাকা সাব ইন্সপেক্টরের মধ্যে রয়েছেন শ্যামা প্রসাদ দাস, অজিত দেববর্মা, সুমন সিংহ, রাজীব দেবনাথ, বিভাস রঞ্জন দাস, কৃষ্ণধন সরকার, জয়ন্ত দাস, পলাশ দত্ত এবং সঞ্জয় লস্কর প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*