মানুষকে ঠকাবার কৌশল নিয়েছিল পূর্বতন সরকার – উপ-মুখ্যমন্ত্রী

Dy cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷৷ আজীবিকা এবং কুশল বিকাশ দিবস উপলক্ষ্যে শনিবার রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, মানুষের জন্যই সরকার। সরকারের সব প্রকল্প দেশ ও মানব কল্যানে। উপ-মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারে আমলে মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পর কথা জানতেনই না। মানুষকে ঠকাবার কৌশল নিয়েছিল সরকার। বিভিন্ন স্বসহায়ক দলগুলির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই কৌশল বিকাশ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বলেন, রাজ্যের এবং দেশের মানুষের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকার যে বিকাশমুখী প্রকল্পগুলি হাতে নিয়েছে তার সুফল গ্রামেগঞ্জের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। তিনি বলেন, দেশের গরীব মানুষদের স্বার্থে প্রথম থেকেই কাজ করে চলেছে মোদি সরকার। এদিনের এই আজিবিকা এবং কৌশল বিকাশ দিবসের উদযাপন অনুষ্ঠান এরই প্রমাণ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কিল ডেভোলাপমেন্ট অধিকর্তা এস প্রভু সহ সংস্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*